This data may be outdated as it has not been updated for a while. You may want to click on the refresh button below.
Data updated on 2025-07-29 16:40:00 UTC
এপিরাস বাংলাদেশের একটি স্বনামধন্য ইলেকট্রনিক মিউজিক গ্রুপ যারা মিউজিক কম্পোসিশন এবং মিউজিক প্রোডাকশন করে থাকে। দুই ভাই শেখ সামী মাহমুদ এবং শেখ শাফি মাহমুদ নিয়েই এপিরাস। ২০১৪ সালে এপিরাস এর যাত্রা শুরু হওয়ার পর তারা দেশে এবং বিদেশে অনেক কাজ করেছে। দেশে অনেক শিল্পীদের গান করে দেওয়ার পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতেও তাদের অনেক কাজ আছে । ২০১৯ সালে এপিরাস 'ইসকাম' নামের একটি গান করে যেখানে বলিউড এর বিখ্যাত শিল্পী মিকা সিং এবং আলী কুলি মির্জা কণ্ঠ দেয়। গানটিতে এখন পর্যন্ত ২৫০ মিলিয়ন এর বেশি ভিউ আছে। এছাড়াও ২০১৭ সালে এপিরাস একটি বাংলা গান করে যেখানে কণ্ঠ দেয় আরমান মালিক। গানটির নাম "তোর কারণে "।
এপিরাস সাধারনত ইলেকট্রনিক মিউজিক করে থাকে। এর পাশাপাশি বিভিন্ন ফিউশন ও করে থাকে। ঢাকার গুলশানে এপিরাস এর নিজস্ব ষ্টুডিও আছে। মৌলিক গানের পাশাপাশি বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতেও এপিরাস এর অনেক কাজ আছে। বাংলাদেশী এবং মাল্টিন্যাশনাল অনেক বড় বড় কোম্পানির বিজ্ঞাপনের সংগীতায়োজনও এপিরাস করেছে। তাদের ক্যাটালগে প্রায় ২০০+ বিজ্ঞাপন রয়েছে।
সামী এবং শাফি দুই ভাই ছোটবেলা থেকেই মিউজিক করার স্বপ্ন দেখে। কম্পিউটার এ টুং টাং সংগীত চর্চা করতে করতে তারা তাদের দক্ষতা অনেক বাড়িয়ে ফেলে। দুইজনই তাদের গ্রাডুয়েশন শেষ করার পর প্রফেশনালি মিউজিক ক্যারিয়ার শুরু করে। বর্তমানে তারা তাদের নতুন কিছু মৌলিক গান এবং ভিডিও প্রজেক্ট এ কাজ করছে।
এপিরাস সাধারনত ইলেকট্রনিক মিউজিক করে থাকে। এর পাশাপাশি বিভিন্ন ফিউশন ও করে থাকে। ঢাকার গুলশানে এপিরাস এর নিজস্ব ষ্টুডিও আছে। মৌলিক গানের পাশাপাশি বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতেও এপিরাস এর অনেক কাজ আছে। বাংলাদেশী এবং মাল্টিন্যাশনাল অনেক বড় বড় কোম্পানির বিজ্ঞাপনের সংগীতায়োজনও এপিরাস করেছে। তাদের ক্যাটালগে প্রায় ২০০+ বিজ্ঞাপন রয়েছে।
সামী এবং শাফি দুই ভাই ছোটবেলা থেকেই মিউজিক করার স্বপ্ন দেখে। কম্পিউটার এ টুং টাং সংগীত চর্চা করতে করতে তারা তাদের দক্ষতা অনেক বাড়িয়ে ফেলে। দুইজনই তাদের গ্রাডুয়েশন শেষ করার পর প্রফেশনালি মিউজিক ক্যারিয়ার শুরু করে। বর্তমানে তারা তাদের নতুন কিছু মৌলিক গান এবং ভিডিও প্রজেক্ট এ কাজ করছে।
Genres
: bangla popMonthly listeners
2,750
Followers
793
Most popular tracks
Track | Plays | Duration | Release date | |
---|---|---|---|---|
|
93,708 | 3:30 | 2017-04-14 | |
|
43,523 | 2:48 | 2022-10-03 | |
|
40,083 | 2:59 | 2023-06-22 | |
|
14,987 | 3:42 | 2024-09-26 | |
|
9,042 | 2:42 | 2023-09-21 | |
|
8,845 | 3:35 | 2023-09-17 | |
|
6,487 | 3:26 | 2023-12-21 | |
|
6,383 | 2:59 | 2023-07-06 | |
|
4,923 | 2:17 | 2023-06-29 | |
|
4,452 | 3:03 | 2024-01-10 |